• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    নেত্রকোনায় পদপদবী দেওয়ার জন্য অর্থ লেনদেন অভিযোগ উঠেছে আলমগীর কবিরের নামে, থানায় মামলা

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩০:২১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আব্দুর রশীদের ছেলে আলমগীর কবিরের বিরুদ্ধে আওয়ামী মৎস্যজীবিলীগে পদ দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে নিরীহ গ্রামবাসীকে মারধোর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

    এব্যাপারে অলিউল্লা নামের ভুক্তভোগী নেত্রকোণা সদর আমলী আদালতে একটি মামলাও দায়ের করেন। মামলা নং- ৩৩(৮)(১)২০২৩। মামলাসূত্রে জানা যায়, অলিউল্লাকে নেত্রকোণা সদর উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি পদ দেওয়ার কথা বলে আলমগীর কবির গত ১৪/৬/২০২২ তারিখে ১ লক্ষ টাকা ঘুষ নেয়। পরবর্তীতে কাঙ্খিত পদ না পেয়ে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী অলিউল্লাহ। এঘটনায় আলমগীর কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।

    অন্যদিকে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের জালাল মিয়ার ছেলে ট্রাকচালক রমজান মিয়ার নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর কবির তার কাছ থেকে ১১,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। কারন হিসেবে জানা যায় মাদকব্যবসায়ী এক দম্পতিকে মাদকদ্রব্য বিক্রিতে বাঁধা দেয় এই ট্রাক চালক। ওই দম্পতির কাছ থেকে মৎস্যজীবিলীগের নাম ভাঙ্গিয়ে মাসোয়ারা নেয় আলমগীর কবির।

    এছাড়াও আলমগীর কবিরের বিরুদ্ধে সরকার দলের নাম ভাঙ্গিয়ে সীমান্ত থেকে আসা চোরাই বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায়সহ নানা অভিযোগ রয়েছে। এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে দলের পদপদবীধারীদের অপরাধমূলক নানা কর্মকাণ্ড কমে যাবে বলে মনে করেন নেত্রকোণার সুশীল সমাজ।

    আরও খবর

    Sponsered content