• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করার দাবি শাপলা ফোরামের

      ইবি প্রতিনিধি : ২৯ মার্চ ২০২৩ , ৩:০৯:২৪ প্রিন্ট সংস্করণ

    গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। আর এ সিদ্ধান্তকে কার্যকর করার দাবি জানিয়েছে বাঙ্গালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন ইবি শাপলা ফোরাম।

    বুধবার (২৯ মার্চ) শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তি সূত্রে, স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম ও গুচ্ছের বিষয়ে ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর করার দাবী জানানো হলো।

    উল্লেখ্য, গত ১৯ মার্চ অনুষ্ঠিত ইবির ১২৫ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভায় কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ভর্তি কার্যক্রম শুরু করা, পহেলা জুলাই নতুন বর্ষের ক্লাস শুরু করা, আবেদনের জন্য ন্যূনতম ফি নির্ধারণ এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার পর শুধু ভর্তি হওয়ার জন্যই ক্যাম্পাসে আসবে এবং বাকী কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

    আরও খবর

    Sponsered content