• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চিত্র বিচিত্র

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

      গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টার: ২৯ মার্চ ২০২৩ , ১১:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৮শে মার্চ ২০২৩ বিকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়,গত ২৭শে মার্চ ২০২৩ পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের খনগাঁও গ্রামের বহিরাকালী নামক এলাকায় সিএস খতিয়ান মূলে দেবোত্তর সম্পত্তি উল্লেখ থাকায় এরই সূত্র অনুযায়ী ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন গোবিন্দ জিউ-র মন্দির নির্মান করলে এদিকে ইউনিয়ন ভূমি অফিস খবর পেয়ে ঐ স্থানে গিয়ে মন্দির নির্মানে বাধা দিয়ে বলেন এটা সরকারি সম্পত্তি এখানে মন্দির করা নিষেধ করেন।পরবর্তীতে ভূমি অফিসের লোক ফিরে এলে স্থানীয় কয়েকজন মুসলিম দলবদ্ধ ভাবে হিন্দু সম্প্রদায়ের ১ যুবক রাস্তা দিয়ে পানির বালতি আনতে গেলে পথ অবরুদ্ধ করলে উভয় পক্ষের সংঘর্ষ হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ৫ জন গুরুতর আহত জখম হলেে পীরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে ১ জন খুব গুরুতর হলে তাকে দিনাজপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।এ খবর পর্বতীতে প্রশাসনের নজরে আসলে সেখানে ২৭ শে মার্চ হতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মোতায়ন করা হয়।২৮ শে মার্চ মঙ্গলবার সকালে ঘটনা স্থলে পরিদর্শনে আসেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ,পুজা উদযাপন পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।উক্ত পরিদর্শনে বক্তারা বলেন সকলকে আইন মেনে চলতে,কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে।পরে বিকালে পীরগঞ্জে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদুল হক সাবেক এমপি,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,পীরগঞ্জ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content