• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ভুসির সাথে লাল রং মিশিয়ে তৈরি হয় ভেজাল মরিচের গুঁড়া আছদগঞ্জে কারখানা থেকে একজন গ্রেপ্তার

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১১:৪২:১৩ প্রিন্ট সংস্করণ

    ওবায়েদ জীবন, নিজস্ব প্রতিবেদক :

    ভেজাল মসলা তৈরির সময় নগরীর আছদগঞ্জের ইসলাম কলোনির একটি কারখানা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে আরিফের মরিচের মিলে অভিযান চালিয়ে মো. জামাল উদ্দীন (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী থানার দেওয়ান নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজাদীকে বলেন, ভুসি ও নষ্ট মরিচ মেশিনের সাহায্যে গুঁড়া করে তার সঙ্গে লাল রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল মরিচের গুঁড়া। একই কায়দায় ধনিয়া এবং হলুদের গুঁড়াও তৈরি করা হচ্ছিল আছদগঞ্জ এলাকার ওই কারখানায়। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জামাল উদ্দীন নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় মো. আরিফ (৩৫) নামে আরেক ব্যক্তিসহ দুই–তিনজন পালিয়ে যায়।

    তিনি জানান, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। রোববার গ্রেপ্তার জামাল উদ্দীনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

    আরও খবর

    Sponsered content