• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • Uncategorized

    আগরতলা ৩ হাজার কেজি গাঁজাসহ আটক ২

      আগরতলা প্রতিনিধি: ৩০ মার্চ ২০২৩ , ১২:০৬:০৮ প্রিন্ট সংস্করণ

    ভারত কলকাতা, আগরতলা  গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। পেঁচারতল তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। ৩০ মার্চ বৃহস্পতিবার সাত সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মার নেতৃত্বে পেচারতল থানার সেকেন্ড অফিসার মনি হালাম, পুলিশ ও টি এস আর বাহিনী পেচারতল থানার সামনে ৪৪ নং আসাম আগরতলা জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং চলাকালে আগরতলার দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কার গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়। গাড়িটির নম্বর এস ০১ এ সি ৬২৬৭ , গাঁজার সহ গাঁজা পাচারের ক্ষেত্রে ব্যবহার করা তেলের ট্যাংকার গাড়ি সহ গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করে। আটক গাড়ির চালকের নাম প্রিয় লাল দেববর্মা বয়স ২৬ বাড়ি মধ্য কল্যাণপুর এলাকায় এবং সহচর চালকের নাম পরেশ দেববর্মা, তার বাড়ি মান্দাই এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত শুকনো গাজার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকার উপর। গাঁজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। পেচারতল থানার পুলিশ এই ব্যাপারে একটি এন ডি পি এস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃত গাড়ির চালক এবং সহ চালককে আগামীকাল ঊনকোটি জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হবে।

    আরও খবর

    Sponsered content