• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    আজকে জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার প্রফেসর খোদাবক্স মৃধার মৃত্যুবার্ষিকী

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি- ৩০ মার্চ ২০২৩ , ৪:২১:০৩ প্রিন্ট সংস্করণ

    প্রফেসর খোদা বক্স মৃধা, বাংলাদেশের একজন জনপ্রিয় ও স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এ বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান সম্প্রচারে সুললিত মধু মাখা কন্ঠে ধারাভাষ্য দিয়েছেন।প্রফেসর খোদা বক্স মৃধা ২২ জানুয়ারী ১৯৪৫ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৬৮ সালে সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা দিয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। ২০০৩ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে শিক্ষকতা পেশা থেকে কর্মময় জীবন থেকে অবসর গ্রহণ করেন।

    ধারাভাষ্যে প্রফেসর খোদা বক্স মৃধা অভিষেক হয়, ১৯৭২ সালে কলকাতা ইস্ট বেঙ্গল বনাম রাজশাহী জেলা ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচে, যা বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হয়। প্রফেসর খোদা বক্স মৃধা খেলোয়াড় হিসেবে রাজশাহী জেলা ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। রাজশাহীতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন “সানরাইজ স্পোর্টিং ক্লাব” নামক একটি ক্রীড়া সংগঠন।

    প্রফেসর খোদা বক্স মৃধা ৩০ মার্চ, ২০১০ সালে ইহকাল এর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আজ দেশের প্রখ্যাত ও বরেণ্য ক্রীড়া ভাষ্যকার প্রফেসর খোদাবক্স মৃধার মৃত্যুবার্ষিকী।
    আজকের এইদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

    আরও খবর

    Sponsered content