• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইরি ধান রোপনে ব্যস্ত বর্গাচাষী ভুবেন রায়-পায়নি কোনদিন প্রনোদনা

      গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার: ৩০ মার্চ ২০২৩ , ১:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ নং খনগাঁও ইউনিয়নের বনবাড়ী গ্রামের বিজয় কুমার রায়ের পুত্র ভবেন রায় দীর্ঘ ১০ বছর ধরে বর্গা চাষ করে আসছেন।কিন্তু পায়নি কোনদিন সরকারি কৃষি অফিস কর্তৃক প্রণোদনা।

    জানা যায় ভবেন রায় দীর্ঘ ১০ বছর ধরে মানুষের জমিতে আধি/বর্গাচাষ করে সংসার নির্বাহ করছেন।অনেক সময় ঠিক মত সার বিশ কীটনাশক টাকার অভাবে ঠিক মত দিতে পারননি।অনেক সময় সার ক্রয় করতে গিয়ে অনেক ঘোড়াঘুরি করে সার সংগ্রহ করেছেন ফসলি দেওয়ার জন্য।

    গত ৩০ শে মার্চ ২০২৩ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,উত্তর গাঁও এলাকার গম কাটার পর জমিতে ইরি/আউশ ধান রোপন করছেন কয়েকজন কৃষি শ্রমিক দিয়ে।সে সময় দেখা হয় ভুবেন রায়ের সাথে।

    সে সময় ভুবেন রায়ের সাথে সাংবাদিক কথা হলে তিনি সাংবাদিক বলেন আমি দীর্ঘ ১০ বছর ধরে আধি/ বর্গাচাষ করিয়া আসিতেছি কোন দিন ও সরকারি কৃষি অফিস কর্তৃক প্রণোদনা পাই নাই। এ বছরে টাকা দিয়ে ও সময় মত সার কিনতে পারিনাই ডিলারের কাছে সার না পেয়ে উপ সহকারী কৃষি অফিসারের পিছনে কয়েক দিন ঘুরে চা মিষ্টি খাওয়াইয়া সার নিয়েছি। তিনি আর ও বলেন আমার ইউনিয়নের অনেক লোকই প্রণোদনা পেলে আমি কোন দিন প্রণোদনা পায়নি। তাই কৃষি প্রনোদনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    আরও খবর

    Sponsered content