• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    আল্লামা মুফতি নুর আহমদ সাহেবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাওলানা আনাস মাদানি

      মুজাহিদ ওসমান কক্সবাজার ৩১ মার্চ ২০২৩ , ৪:৪৫:৫২ প্রিন্ট সংস্করণ

    দারুল উলূম হাটহাজারীর প্রধান মুফতি, আল্লামা মুফতি নুর আহমদ সাহেব রহঃ আজ রাত ৩.৩০ এর দিকে রফিকে আ’লার ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন।

    আজ (৩১ মার্চ ২০২৩) শুক্রবার ওমরা শেষ করে ব্যাক্তিগত সফরে দুবাই অবস্থানকালে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানি বলেন মুফতি নুর আহমদ সাহেব খুব বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি দারুল উলূম হাটহাজারীতে আব্বাজান শাইখুল ইসলাম রহঃ এর নির্দেশনায় সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে জামিয়ার দারুল ইফতার উল্লেখযোগ্য প্রভাব পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

    তিনি বলেন, মুফতি নুর আহমদ সাহেব রহঃ আমার সরাসরি উস্তাদ ছিলেন, আমি হযরতের কাছে দরসে নেজামীর উল্লেখযোগ্য কিতাব অধ্যায়ন করেছি তার মধ্যে হতে কানযুদ দাকায়েক, আকিদাতুত তহাবী, দারুল ইফতাতে ফতোয়ায়ে শামী,ইত্যাদি। হযরতের কাছথেকে আমি ব্যাক্তিগতভাবে অনেক ইস্তেফাদা করেছি। তিনি আরো বলেন, মুফতি নুর আহমদ সাহেব রহঃ দীর্ঘদিন যাবত জামিয়ার দারুল ইফতা প্রধানের দ্বায়িত্ব সুচারুভাবে পরিচালনা করেছেন, সাথে সাথে দেশের একাধিক দ্বীনি সংগঠনের সাথে জড়িয়ে দাওয়াতী কাজে সহযোগিতা করেছেন। বাংলার আকাশে এই চমকপ্রদ নক্ষত্র এত তাড়াতাড়ি নিবে যাবে কখনো কল্পনা করিনি।

    তিনি আরো বলেন, ইলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।

    দেশব্যাপী মুফতি নুর আহমদ সাহেব রহঃ এর অসংখ্য রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।

    উল্লেখ্য, আজ ৩১ মার্চ ২০২৩ রোজ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মুফতি নুর আহমদ সাহেব রহঃ ইন্তেকাল করেছেন। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের বাগান করে দিন। (আমিন)

    আরও খবর

    Sponsered content