• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    পিছনে থেকে ডাবলু সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র

      সারোয়ার হোসেন: ৩১ মার্চ ২০২৩ , ৫:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী মহানগর আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ডাবলু সরকারের গোছানো রাজনীতির মাঠে কোন্দল সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে বিপদগামী জেলার এক সাবেক নেতা বলে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অভিযোগ উঠেছে। এই পদপদবী হারানো বিপদগামী বিদ্রোহীদের গডফাদার প্রকাশ্যে মাঠে নেমে ডাবলু সরকারের বিরুদ্ধে বিরোধিতা না করলেও প্রতিনিয়ত তার অনুসারীদের দিয়ে ডাবলু সরকারের বহিষ্কার চেয়ে সভা সমাবেশ করতে উসকে দিচ্ছেন বলেও একাধিক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন। জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে তাকে রাজনীতির মাঠে দমাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভূয়া ভিডিও মানহানীর উদ্দেশ্যে এডিটিং করে পোস্ট করা হয়। যা দেখে সঙ্গে সঙ্গে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা তীব্র নিন্দা জানিয়ে দূস্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অথচ এঘটনায় বিরোধী দলের নেতারা কোন কথা না বললেও জেলা আওয়ামী লীগের পদপদবী হারানো নেতার যেন ঘুম নেই। জেলার পদপদবী হারিয়ে এখন মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রবেশ করতে কোন্দল বিভেদ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই না ‘এতদিন এমপি হওয়ার ক্ষোয়াব দেখে যখন স্বপ্ন পুরোন হলোনা তখন মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকে সিটি মেয়র হওয়ার নীল নকশা তৈরি করতে শুরু করেছে এই পদপদবী হারানো নেতা। যা ইতিমধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। এতে করে বিদ্রোহীর মদদদাতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা। ফলে যে কোন সময় মাঠে ঘাটে পাওয়া মাত্র গণধাওয়া করে উত্তমমধ্যম দেয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, জেলা আওয়ামী লীগের পদে থাকা অবস্থায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিটি উপজেলায় ও পৌরসভায় বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছিলেন।এমনকি জেলা পরিষদ নির্বাচনে পরপর দুই বার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছিলেন এই পদ হারানো বগি নেতা। এতকিছু করে ব্যর্থ হওয়ার পরেও থেমে নেই এই বগি নেতার আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্র।

    আরও খবর

    Sponsered content