• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    বারুইপুর জেলা পুলিশের উদ্দোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল প্রকৃত মালিকের

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৮:২৭:১৬ প্রিন্ট সংস্করণ

    কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

    পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের উদ্দোগে অনুষ্ঠিত হয়ে গেল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা ফিরিয়ে দিল প্রকৃত মালিকদের। বারুইপুর জেলা পুলিশের সুদূর সুন্দর বন এলাকা থেকে শুরু শেষ হয়েছে নিউ কলকাতা পযন্ত। এবং তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড় রেলওয়ে জংশন সোনারপুর ও বারুইপুর রেলওয়ে জংশন। এবং সুদূর সুন্দর বন বিভাগের ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে শুরু করে দক্ষিণে জয়নগর এবং সোনারপুর পযন্ত বৃহত্তম শহর এলাকা বারুইপুর জেলা পুলিশের মধ্যে পড়ে। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষের চলাফেরা করে এই রেলপথ ও সড়ক পথে। বহু ক্ষেত্রে সাধারণ মানুষের বে খেয়ালে হারিয়ে যায় বহু মুটো ফোন। সেই সঙ্গে চুরি হয়ে যায় পথচারী ও পরিবহন ভ্রমণকারী মানুষের মোবাইল ফোন। সেগুলো উদ্ধার যাতে করা হয় তার জন্য সাধারণ মানুষ চলে আসেন স্হানীয় থানায়। সেই অভিযোগ পেয়ে উদ্ধার করতে নামেন পুলিশ। সাথে থাকে আধুনিক প্রযুক্তির যন্ত্রের সাহায্যে এই ফোন উদ্ধার করা হয়। বহু সংখ্যক মানুষের অভিযোগ পেয়ে তদন্ত করে এই সব ফোন উদ্ধার করা হয়েছে। এবং সেইসব উদ্ধার হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের উদ্দোগে। এদিন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের এ ডি পার্থ ঘোষ ও এ এস পি জোনাল অমিত পাল কাউর আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার ডক্টর মহিত মোল্লা ডি এ বি এবং ডি এস পি এডমিন অরিন্দম দাস বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক সুপার শ্রীমতী সুমনা সানতা পাহারী উপস্তিত ছিলেন। প্রায় শতাধিক মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। এই উদ্দোগ আগামী দিনে চলবে বলে জানানো হয়েছে বারুইপুর জেলা পুলিশের পক্ষ হতে।

    আরও খবর

    Sponsered content