• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মাতৃকালিন ভাতার টাকা জোর করে তুলে নেওয়ার সময় ধরাপড়লো সাবেক মহিলা মেম্বার মর্জিনা

      মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার: ৩১ মার্চ ২০২৩ , ৯:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ

    নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের এক হতদরিদ্র মহিলা সীমা খানমের মাতৃত্বকালীন ভাতার টাকা জোর করে তুলে নেয়ার অভিযোগ ইউনিয়নের গন্ডব গ্রামের সাবেক মহিলা মেম্বার মর্জিনা বেগম এর নামে। অভিযোগ সুত্রে জানা যায় গত ৩০ মার্চ দুপুরে রুপালি ব্যাংক লোহাগড়া বাজার শাখায় এঘটনা ঘটে।রুপালি ব্যাংকের কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন ঘটনা বুঝতে পেরে ওই মহিলাকে জিজ্ঞাসা করলে প্রতারক সাবেক মহিলা মেম্বার মর্জিনা বেগম দ্রুত সটকে পড়ে। ভুক্তভোগী সীমা বেগম বলেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান আমাকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেন। কিন্তু প্রতারক মর্জিনা বিভিন্ন রকম কথাবার্তা বলে আমার নিকট থেকে আমার চেক বই নিয়ে যায়, এবং টাকা উঠানোর সময় আমাকে ব্যাংকে এনে টাকা তুলে নিয়ে অর্ধেক আমাকে দেয় বাকি অর্ধেক মর্জিনা নিয়ে নেয়। এভাবে আমার আমার নিকট থেকে তিন কিস্তিতে করে ৪ হাজার,৩ হাজার ও ১২ শ টাকা নিয়ে নেয়। আমি একজন অসহায় মহিলা আমি এই প্রতারক মর্জিনা বেগমের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।

    এঘটনায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সংগে কথা হলে তিনি বলেন এই প্রতারক সাবেক মহিলা মেম্বার মর্জিনা বেগম দীর্ঘ দিন ধরে প্রতারণা করে গ্রামের সহজ সরল মহিলাদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।এঘটনায় আমার ও ইউনিয়নের মানসম্মানের হানি হয়েছে।আমি ওই মহিলা তথা সাবেক মহিলা মেম্বার মর্জিনা বেগমের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।এ ঘটনায় সীমা বেগম লোহাগাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তর থেকে ঘটনা আমাকে জানিয়েছেন লিখিত অভিযোগ কপি পেলে তদন্ত করে আইন মোতাবেক ব্যাবস্থা নিবো।

     

    আরও খবর

    Sponsered content