• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র

      সাংবাদিক জয় ডেস্ক নিউজ: ১ এপ্রিল ২০২৩ , ৮:১৬:০৪ প্রিন্ট সংস্করণ

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতৃত্ব দেবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এ দেশ বহু আগেই উন্নত হয়ে যেতো।

    শনিবার (১ এপ্রিল) পাবনার সাঁথিয়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ‌্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট‌্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
    শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ‌্যে শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে তথ‌্য, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এরাই আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে এবং ২১০০ সালের ডেল্টা প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।’

    তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।’
    সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, উপজেলার ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানা শিলা, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।

    আরও খবর

    Sponsered content