• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন

      ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: ৩ এপ্রিল ২০২৩ , ৪:০৮:২৬ প্রিন্ট সংস্করণ

    দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক শামসুজ্জামান এর অবিলম্বে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ।

    (৩ এপ্রিল) সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে সামনে হাতে বিভিন্ন ফেষ্টুন ব্যনার নিয়ে ও মুখে কালো কাপর বেধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এটিএন নিউজের প্রতিনিধি মিনারুল হক, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা, দৈনিক সমকালের উজ্জ্বল তংচগ্যাসহ আরো অনেকে।

    বক্তারা বলেন, দেশে শুধু সাংবাদিক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করছেন তারাও আজ এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিপীড়িত নির্যাতিত হচ্ছে। তাই অতি অবিলম্বে এই আইন বাতিলে পাশাপাশি দৈনিক প্রথম আলো সম্পাদক বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামান এর অবিলম্বে মুক্তি জোর দাবী জানানো হয়।

    এসময় যমুনা টিভি প্রতিনিধি বাটিং মারমা, জিটিভি ইসহাক, পার্বত্য নিউজের সম্রাট, দেশ টিভি আবুল বাশার নয়ন, বৈশাখী টিভি মিথুন দাশ,সময় টিভি সোহেল কান্তি নাথ, নাগরিক টিভি আকাশ মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

     

    আরও খবর

    Sponsered content