• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বদলগাছী ছোট যমুনার বালু মহাল ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা

      মোঃ ওমর ফারুক, ভ্রামোমান প্রতিনিধি : ৪ এপ্রিল ২০২৩ , ৪:৪৫:১৫ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর বদলগাছী ছোট যমুনা নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে বালু ও মাটি কেটে ভাটায় বিক্রি করার অপরাধে বালু মহাল ইজারাদার তপন মন্ডলের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।৪ মার্চ বেলা ১১.৩০ টায় উপজেলার ছোট যমুনা নদী চকআলম এলাকায় বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করে ড্রেজার দিয়ে নদী থেকে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় ও ভরাট কাজে বিক্রয় করছেন বদলগাছীর বালুমহাল ইজারাদার তপন মন্ডল। এখবর জানতে পেরে সঙ্গে সঙ্গে থানা পুলিশ নিয়ে ছুটে যান বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। সেখানে নদীর বুকে বাঁধ নির্মাণের দৃশ্য দেখে বাঁধ নির্মাণ কারী বালু মহাল ইজারাদার তপন মন্ডলকে বালু মহাল ও মাটি ব্যাবস্হাপনা আইন ২০১০ইং ৪ ধারা লংঘন করায় ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন।

    ইজারাদার তপন মন্ডল না থাকায় তাঁর প্রতিনিধি শ্রী ভগিরত চন্দ্র জরিমানার উক্ত টাকা প্রদান করেছেন।সেই সঙ্গে নদীর বুকে বাঁধ টি আজকে দিনের মধ্যেই কেটে দেয়ার নির্দেশ দেন।

    আরও খবর

    Sponsered content