• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বিডি ক্লিন বরগুনা মহান বিজয় দিবসে উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৪:০১:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার

    বিজয়ের মাসে “বিডি ক্লিন বরগুনা” ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বার্তা কার্যক্রম করেন বরগুনা স্টেডিয়াম মাঠে এবং সেখানে “বিডি ক্লিন বরগুনা” তাদের একটি দল পরিষ্কার পরিচ্ছনতা করার জন্য সকাল ৬:৩০ মিনিটে উপস্থিত হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মোঃ রাকিব ইসলাম ওভি, তানিম, আকাশ, মোঃ সাইফুল, আয়শা, আল-আমিন, ইয়াসানা মিয়াজি ইসলু, মোঃ জাকারিয়া, পিতাম, মরিওম, ফারহা ইসলাম, আরিফুল ইসলাম বাবু ও সারা।

    “বিডি ক্লিন বরগুনা” তাহারা বলেন একটি পাখি স্বাধীন হলেও আকাশে উড়তে পারছিলনা। ঝরে যাওয়া পালক গজাতে গজাতে দৈর্ঘ্য ৯ মাস। আজ সেই দিন বিজয়ের দিন । মহান স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধাদের আত্ম ত্যাগকে লালন করে তরুন প্রজন্ম গড়তে চায় সত্যি কারের সোনার বাংলাদেশ। বিগত কয়েক বছরের ন্যায় স্বাধীনতার ৫৩ তম প্রহরে বরগুনা স্টেডিয়াম মাঠে বিজয় কুজকাওয়াজে পরিচ্ছন্নতার বার্তা মুক্তিকামী মানুষে মাঝে ছড়িয়ে দিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বার্তা কার্যক্রম চালিয়েছে “বিডি ক্লিন বরগুনা”।

    তাহারা আরও বলেন, এই বিজয় একটা জাতির স্বপ্ন ছিলো, সেটা ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে তা বাস্তবে পূর্নতা পেয়েছিলো। একটা পরিচ্ছ্ন্ন দেশ বিডি ক্লিনের স্বপ্ন, সে স্বপ্ন একদিন পূর্নতা পাবে। ইনশাআল্লাহ। বিজয়ের এই ৫৩ তম দিনে প্রতিটা বাঙ্গালির প্রতি আহবান থাকবে, আসুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি। যত্রতত্র ময়লা ফেলা বদ অভ্যাস ত্যাগ করি, ডাস্টবিন ব্যবহার করি, আপনার করা ময়লাটি যেন দেশের মাটিকে নোংরা না করে সে দিকে খেয়াল রাখি। আসুন আমরা সবাই সচেতন হই। পরিচ্ছ্ন্ন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হই। দূষন হতে বাংলাদেশ তথা পৃথিবীকে বাঁচাই। বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করি এবং স্বাধীনতার আত্মত্যাগকে সম্মান করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ায় অঙ্গীকারবদ্ধ হই।

    আরও খবর

    Sponsered content