• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পঞ্চগড় উপজেলা ১ নং অমর খানা ইউনিয়ন এর মৎস্বজিবি সমবায় সমিতীর মাসিক সভা অনুষ্ঠিত

      মো বিপ্লব হোসেন, পঞ্চগড় প্রতিনিধি: ৬ এপ্রিল ২০২৩ , ৬:২০:৩২ প্রিন্ট সংস্করণ

    পঞ্চগর জেলার ১ নং অমর খানা ইউনিয়ন এর মৎস্যজিবি সমবায় সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে (০৫-০৪-২০২৩)ইং তারিখে পঞ্চগড় জেলার ১ নং অমর খানা ইউনিয়ন এর মডেল বাজারের কার্যলয়ে।উক্ত সভায় উপস্থিত ছিলেন ১ নং অমর খানা মৎস্যজিবি সমবায় সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আশাদুদজামান আসাদ ও সভাপতি মোঃ বাবুল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ও মৎসজিবি সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো বাবুল হোসেন তার বক্তব্যে বলেন সকল সদস্যদের সঠিকভাবে মৎস্য সমবায় সমিতি ব্যবহার করতে আহব্বান করেন এবং সেই সাথে সকল সদস্যদের বিপদে আপদে পাশে থাকার কথা বলেন।

    অনুষ্ঠানে সাধারন সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান উপদেষ্টার বক্তব্যে মো আশাদুদজামান আসাদ তার বলেন সমবায় সমিতি গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে আহব্বান করেন সেই সাথে বলেন মৎসজিবিদের সকল বিপদে আপদে পাশে থাকবেন বলে আশা ব্যেক্ত করেন এবং সকল মৎসজিবী দের আহব্বান করে বলেন কনো জেলে যেকনো অবস্থায় কনো বিপদে আপদে পরলে তাতক্ষনিক তাকে জানাতে তিনি তার সকল বিপদে আপদে পাশে থাকবে এবং সকল ধরনের সাহায্য সহযগীতা করবেন তিনি নিজেও।

    প্রধান উপদেষ্টা মো আশাদুদজামান আসাদ ১ নং অমর খানা ইউনিয়ন এর মৎস্যজিবি সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা আওমী মৎস্যজিবি লীগের সভাপতি পদের দায়িত্বে রয়েছেন এবং ১ নং অমর খানা ইউনিয়ন এর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক পদে নিযুক্ত ছিলেন।

    মৎস্য সমবায় সমিতির উদ্দেগে প্রতি বছর ঈদুল ফিতরে মৎস্য সমবায় সমিতির সকল সদস্যদের মাঝে খাদ্য পর্ন্য বিতরণ করেন।১ নং অমর খানা ইউনিয়ন মৎস্যজিবি সমবায় সমিতির রেজি নং ১১ এবং স্থাপিত হয় ২০১০ ইং তারিখে যাহার কার্যলয় মডেল বাজারে।

    আরও খবর

    Sponsered content