• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    সুনামগঞ্জের নদী পথে ভারতীয় অবৈধ পন্য সামগ্রী যাতায়াত

      সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: ৮ এপ্রিল ২০২৩ , ১০:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

    আসাম রাজ্যের পাশ্ববর্তী ও মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হাওর বাওর, নদী,নালা, খাল, বিল নিয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জে দোয়ারা বাজার উপজেলা সিমান্ত দিয়ে আসে ভারতীয় অবৈধ পন্য সামগ্রী। সুরমা নদী দিয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। শুক্রবার দুপুরে জেলার ধর্মপাশা উপজেলার শানবাড়ী বাজারের পাশ্ববর্তী ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আসে ভারতীয় অবৈধ পন্য। মো: কিবরিয়া জানান, পুলিশের চোখে ফাকি দিয়ে নৌকা নিয়ে চলে যায় পাচারকারীরা। তাহিরপুর উপজেলা হয়ে মধ্যনগর মহেষ খলা সিমান্ত দিয়ে আসে গরু, মহিষ, শাড়ী, লুঙ্গী সহ ভারতীয় পন্য সামগ্রী। শহিদ মিয়া জানান, দোয়ারাবাজার হতে চলে আসে বিভিন্ন ভারতীয় পন্য সামগ্রী। জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক ভুইয়ার হাটি গ্রামে সুরমা নদীতে পুলিশের ভয়ে নৌকাবাহি ভারতীয় পন্য সামগ্রীর নৌকা আশ্রয় নেয়। ভারতীয় পন্য সামগ্রীর নৌকা।

    এব্যাপারে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ইকবাল আল আজাদ বলেন, নদী পথে অবৈধ ভাবে ভারতীয় পন্য সামগ্রী এক স্থান হতে অন্য স্থানে আসা যাওয়া করে, যাতে ভারতীয় পন্য সামগ্রী নদী পথে দিয়ে যেতে না পারে সেই জন্য সরকার, নৌক্যাম্প করে দিয়েছেন, নদী পথে যাতে করে কোন অবৈধ কাজ না করতে পারে। কিভাবে বর্ডার হতে সিমান্ত পাশদিয়ে নদী পথ দিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌছে, এ ব্যাপারে উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

    আরও খবর

    Sponsered content