• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামদু পাড়া স্থানীয় খ্রীস্টধর্মীয়দের “শুভ পুনরুত্থান ” পালিত হয়েছে

      মথি ত্রিপুরা। বান্দরবান( থানচি) প্রতিনিধি: ৯ এপ্রিল ২০২৩ , ৫:৫১:০১ প্রিন্ট সংস্করণ

    বান্দরবান রুমা উপজেলা দুর্গম বিভিন্ন গ্রামাঞ্চলে দেশের শহরের গীর্জায় খ্রিষ্টান ধর্মেই বিশ্বাসীরা “শুভ পুনরুত্থান ” পালন করা হয়েছে। রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিষ্ট চার্চের “ও এই “শুভ পুনরুত্থান ” পালন করা হয়েছে।

    এই সময়ের বক্তা হিসেবে উপস্হিত ছিলেন,সাবেক পাষ্টর : ধমশিংহা ত্রিপুরা;রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিষ্ট চার্চ( বিটিএবিসি)। এবং উপাসনালয় গান বাজনা আতর মোমবাতি জ্বালিয়ে দান দশমাংশ সমস্ত কার্যক্রম রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চে পরিচালক, পাষ্টর; বীরবাহাদুর ত্রিপুরা তাঁর প্রার্থনা মধ্যে দিয়ে গীর্জার শুরু হয়।

    আজ সকাল ৮ ঘটিকায় সময়ের যীশুখ্রীষ্ট পৃথিবীর মানুষের পাপের প্রায়শ্চিত্ত জন্য ক্রশের বিদ্ধ হয়ে মৃত্যুর বরণ করেছিলেন।এবং তিন দিন তিন রাত পর আবার জীবিত হয়ে উঠেছিল ।তাই এই দিনটি স্বরণে সারা বিশ্বের এই “শুভ পুনরুত্থান ” যথাযথ পালন করেছেন খ্রীস্টধর্ম বিশ্বাসীরা।

    বক্তা মুলসুর বলেন,অবাক হয়ো না, নাসরত গ্রামের যীশু, যাঁকে ক্রশে দেওয়া হয়েছিল, তাঁকেই তোমার খুঁজছো তো? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন”মার্ক ১৬:৬ পদে পবিত্র বাইবেলের লিখিত পাঠ এবং ব্যাখ্যা করেন।

    আরও জানা যায়, এই “শুভ পুনরুত্থিত” দিনের বিভিন্ন প্রোগ্রামে নিজেদের ঐতিহ্য পোশাক পরিধান করে খ্রীস্টধর্ম বিশ্বাসী বয়স্ক, ছেলে মেয়েরা আয়োজন করে থাকে। পবিত্র বাইবেল পাঠ, কুইজ,গান প্রতিযোগিতা, খেলাধুলা পুরস্কার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content