• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    শ্রীমঙ্গলে খ্রীষ্টান ধর্মালম্বী ইস্টার সানডে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে

      স্টাফ রিপোর্টার, মৌলভীবাজারঃ ৯ এপ্রিল ২০২৩ , ২:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা শহরস্থ ” শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী” কাথলিক মিশনে শ্রীমঙ্গল উপজেলার অধিনস্থ বিভিন্ন চা বাগান পুন্জি থেকে ৩০০০(তিন হাজার) অধিক খ্রীষ্ট ভক্তগণের আগমণে প্রার্থনা উপাসনার মাধ্যমে যীশু খ্রিষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তিনদিনের মধ্যে পূণঃজীবিত হওয়ার উৎফুল্ল উচ্ছ্বাস আনন্দ খুশিতে প্রতিবছর ন্যায় এবার’ই জাকজমকভাবে পুনরুত্থান রবিবার ( ইস্টার সানডে) উৎসব উদযাপন করেছে।

    পুনরুত্থান রবিবার( ইস্টার সানডে) উপাসনা প্রার্থনা পরিচালনা করেন সিলেট বিভাগ ডায়োসিস বিশপ ফাদার ফ্রান্সিস শরৎ গমেজ ওএমআই, সহযোগী হিসেবে শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত যাজক ফাদার জেমস শ্যোমল গমেজ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content