• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পার্বত্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলো বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ২:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করলো বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ।

    ২০আগস্ট রবিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বান্দরবানস্থ কার্যালয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এই সৌজন্য সাক্ষাত করেন।

    এসময় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ-২০২৩ এর সভাপতি অঞ্জন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক আনন্দ দাশ জন্মাষ্টমী উৎসব উদযাপন এর আমন্ত্রণ পত্র পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির হাতে তুলে দেন এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রতিটি সম্প্রদায় বাংলাদেশে তাদের স্ব স্ব উৎসব যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য উদযাপন করতে পারছে।

    এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, এই আওয়ামী লীগ সরকার দেশের কল্যাণের কথা চিন্তা করে আর তাই সকলের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে।

    এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রতিবারের মত এবারেও আরো জাঁকজমক ভাবে জন্মাষ্টমী উৎসব উদযাপন করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

    বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী, দুর্গাপূজা উদযাপন পরিষদ-২০২২এর সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ, জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ-২৩এর সভাপতি অঞ্জন কান্তি দাশ, সাধারণ সম্পাদক আনন্দ দাশ, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি কানু দাশসহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত : আগামী ৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হবে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আর ৩দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ৭সেপ্টেম্বর ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এবারের জন্মাষ্টমী উৎসব সমাপ্তি ঘটবে।

    আরও খবর

    Sponsered content