• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    সুবর্ণচরে নুর নবী (রহঃ) মামার ৪৯তম ওরস মাহফিল অনুষ্ঠিত

      আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- ১০ এপ্রিল ২০২৩ , ৮:১৮:০৩ প্রিন্ট সংস্করণ

    উপমহাদেশের বিখ্যাত ফকির অলিয়ে কামেল সুফি সাধক, হযরত আলহাজ্ব নুর নবী (রহঃ) মামার ৪৯ তম মহাপবিত্র ওরস মাহফিল নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামে নুর নবী মামার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।প্রতি বছরের ন্যায় এবার ও ১৭,১৮ রমজান, রবি ও সোমবার পবিত্র ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। ফকির ও সুফিধারায় বিশ্বাসী লোকজনের কাছে নুর নবী মামার দরবার শরীফ এক পুণ্যময় স্থান হিসেবে পরিচিত। প্রথাগত নিয়ম মেনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা ওরসে যোগ দেন।দরবারের একাধিক খাদেম রয়েছে বংশ পরম্পরা। মাজারের খাদেমদের সঙ্গে ভক্ত আশেকানদের রয়েছে নিবিড় সম্পর্ক। গুরু ও ভক্তের এক অনুপম সম্পর্ক যা যুগ যুগ ধরে বহমান। লোকমুখে জানা যায় হযরত নুর নবী মামার বিভিন্ন কেরামত ও অলৌকিক ঘটনার কথা। যা ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়ে আসছে।নুর নবী মামার ওরস এলাকায় বসেছে মেলা, বাংলা ও বাঙালির সংস্কৃতির এক মিলন উৎসব।

    আরও খবর

    Sponsered content