• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কুড়িগ্রামে জেলা পুলিশের সচেতনতামূলক অভিযান

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মো:মোরশেদ হাসান লালু

    সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সকল থানায় পুলিশের নেতৃত্বে সংশ্লিষ্ঠ উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার সহ অন্যান্যদের নিয়ে সান্ধ্যকালীন সম্মিলিত প্রিভেনটিভ টহল পরিচালনা করে। এসময় এলাকার বিভিন্ন মোড়ে, পার্কে, স্টেশনে, চায়ের দোকানে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের রাত্রিকালীন ঘোরাফেরা, মাদক, জুয়া, উগ্রবাদ, গ্যাংকালচার অনলাইন আসক্তি, পর্নোগ্রাফি, সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে সচেনতামূলক অভিযান পরিচালনার সময় তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সমাজের সন্মানিত নাগরিক ও পিতামাতাকে অনুরোধ করেন। অভিযান পরিচালনাকালীন সদর, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ীর প্রায় ৫০ জন শিক্ষার্থীকে তাদের পিতামাতার মাধ্যমে বাসায় পাঠিয়ে দেন।

    এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

    আরও খবর

    Sponsered content