• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    “DNF শিক্ষা ইউনিট কর্তৃক আ‌য়ো‌জিত

      মুকুল রাজ,কু‌ড়িগ্রাম জেলা,বি‌শেষ প্রতি‌নি‌ধি: ১১ এপ্রিল ২০২৩ , ৮:৩২:১১ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষর পাশে দাড়ানোর লক্ষ্যে যাত্রা শুরু হয়েছিলো দলদলিয়া নাগরিক ফোরাম (DNF) এর।প্রতিষ্ঠার পর থেকে দলদলিয়া নাগরিক ফোরাম বিভিন্ন জনসেবা মূলক কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কখন আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয় তাই দলদলিয়া নাগরিক ফোরাম একটি শিক্ষা ইউনিট গঠন করা হয়। শিক্ষা ইউ‌নি‌টের কাজ হ‌লো দলদলিয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে।

    “DNF শিক্ষা ইউনিটের” লক্ষ্য ও উদ্দেশ্য সমূহঃ
    ১.দলদলিয়া ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন।
    ২.গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা।
    ৩.শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান।
    ৪.মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান।
    ৫.বিনামূল্যে পাঠদান।
    ৬.এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি মূলক কোচিং ও দিক নির্দেশনা প্রদান।
    ৭.বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে সহায়তায় ও সঠিক দিক নির্দেশনা প্রদান।
    ৮. শিক্ষার্থীদের বিভিন্ন জনসেবা মূলক কাজে উদ্বোধ্য করণ।
    ৯.পাঠাগার স্থাপন।
    ১০. শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা মূলক কার্যক্রমে উদ্বোধ্য করণ।
    “DNF শিক্ষা ইউনিটের” লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় ই‌তিপূ‌র্বে।
    আজ ১০এ‌প্রিল ২০২৩ রোজ সোমবার কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ‌্যাল‌য়ে DNF শিক্ষা ইউ‌নিট কর্তৃক আ‌য়ো‌জিত শেষ মর্হূ‌তের পূর্নাঙ্গ প্রস্তু‌তি কোর্স এস এস‌সি ২০২৩ আনুষ্ঠা‌নিকভা‌বে উ‌দ্বোধন করা হয়। উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন দলদ‌লিয়া নাগ‌রিক ফোরা‌মের সম্মা‌নিত উপ‌দেষ্টা জনাব অ‌্যাড‌ভো‌কেট কামরুজ্জামান রানা মুন্সী।এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির এডহক সভাপ‌তি জনাব সাইফুল ইসলাম ডারা মু‌ন্সি এবং শিক্ষক জনাব রোস্তম আলী ছাড়াও দলদ‌লিয়া ইউ‌নিয়া‌নের বি‌ভিন্ন স্কু‌লে বি‌ভিন্ন শিক্ষার্থীসহ সম্মা‌নিত ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

    আরও খবর

    Sponsered content