• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    বাগমারার সর্বস্তরের জনগণকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আবুল কালাম আজাদ

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১২:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    আনন্দ এবং ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল- আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
    আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মানুষে মানুষে মহামিলনের এই মহা- আনন্দের দিন উপলক্ষে আমি আমার প্রাণের বাগমারা উপজেলা, এবং তাহেরপুর পৌরসভা বাসীকে ঈদ-উল আযহার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি।
    পবিত্র কোরআনের সুরা হজ্ব এর ৩৭নং আয়াতে বলা হয়েছে- ‘আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস কিংবা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তাঁর কাছে পৌঁছায়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো- এজন্য যে, তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দেশে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ নিয়েছেন। ঘোষণা করেছেন গরিব ও অসহায়দের মাঝে ঈদের নানা উপকরণ সামগ্রী বিতরণ করছে । ফলে গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটেছে। আমার বিশ্বাস, যেকোনো দুর্যোগ মোকাবেলায় কাটিয়ে ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে,
    তিনি আরো বলেন, ঈদ-উল- আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। পবিত্র ঈদ-উল- আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
    মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন- আমরা গ্রহণ করি শপথ। সবাই ভালো থাকুন, আর আসুন এই খুশির দিনে আমরা সবাই গরিব এবং অসহায়দের পাশে থাকি। ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

    শুভেচ্ছাতে- তাহেরপুর পৌর মেয়র- অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

    আরও খবর

    Sponsered content