• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    জীবদ্দশায় কি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন,এম.এ রহিম

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৫:১১:৫৬ প্রিন্ট সংস্করণ

    বাবলু আচার্য, বিশেষ প্রতিনিধি:-

    অদ্য ১২ই এপ্রিল রোজ বুধবার শ্রীমঙ্গলের প্রবীণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রীমঙ্গল পৌরসভার ২ বারের নির্বাচিত চেয়ারম্যান, ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার, সাপ্তাহিক শ্রী ভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক,আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক শিক্ষাগুরু,জনাব এম এ রহিম মহোদয় শারীরিক অসুস্থতাজনিত কারণে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
    দীর্ঘদিন থেকেই তিনি বার্ধক্য জনিত ও শারীরিক নানান সমস্যায় ভুগছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিলেও স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে অদ্যাবধি পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি!! সেই আক্ষেপ এখনো উনাকে ক্ষত-বিক্ষত করে। ৭১-এর রণাঙ্গনের বীর সৈনিক ও স্বাধীনতা পূর্ববর্তী সময়ে শ্রীমঙ্গল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রমান্বয়ে যুবলীগ ও আওয়ামীলীগের রাজপথ কাঁপানো এই মানুষটি আজ অনেকটাই শিশুসুলভ আচরণ করছেন। অতীতের কথা গুলো মনে করতে পারছেন না খুব একটা, তবে স্মরণ করিয়ে দিলে বলতে পারেন কিছুটা। বর্তমানে একেবারেই হাটাচলা করতে পারেন না, শিশুর মতোই হয়ে গেছেন রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা,জননেতা

    এম এ রহিম। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট আছে উনার। শুধু সার্টিফিকেটই নয় স্বাধীন বাংলাদেশে ১৯৭৮/৭৯ইং থেকে ১৯৮৫ইং পর্যন্ত শ্রীমঙ্গল মুক্তিযাদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি অথচ আজ উনার মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবিয়ে রাখা হয়েছে!

    এম,এ রহিম মহোদয়ের মুক্তিযোদ্ধা স্বীকৃতি ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী,দেশরত্ন,জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি। পরিশেষে উনার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

    আরও খবর

    Sponsered content