• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    পলাশবাড়ীতে ইউপি সদস্যদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৩:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আতোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা ও শ্লীলতাহানীর অভিযোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ এপ্রিল) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি সদস্যদের আয়োজনে বেতকাপা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠেরহাট ইউপি পরিষদের সামনে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, আহত ইউপি সদস্য মোরশেদ আলমের পিতা সাবেক ইউপি সদস্য মোসলেম মিয়া, ইউপি সদস্য সোহেল রানা, ইউপি সদস্য ময়নুল ইসলাম, ইউপি বাদশা মিয়া, ইউপি সদস্য আবু তাহের, ইউপি আবদুল মালেক ও সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন প্রমূখ।

    সমাবেশে বক্তারা বলেন,পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি চেয়ারম্যান একাধিক চুরি, ডাকাতি, হত্যা সহ অসংখ্য মামলার আসামী মোস্তাফিজুর রহমান (মোস্তা) চেয়ারম্যানের ব্যাপক দূর্নীতি ও অনিয়মের কারনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অত্র ইউনিয়ন পরিষদের ৯ জন ওয়ার্ড সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব করেন।

    এরি জের ধরে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল ৪টার দিকে মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোরশেদ আলম ও (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আতোয়ারা বেগমের উপর হামলা ও শ্লীলতাহানী ঘটায়।

    বক্তারা উক্ত চেয়ারম্যানের এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যানসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। তা না হলে তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে মানববন্ধনে ঘোষণা দেন বক্তৃতারা।

    আরও খবর

    Sponsered content