• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সিনিয়র সহ সভাপতি দায়িত্ব পেলেন উত্তম চক্রবর্তী রকেট

      এনামুল হক ছোটন, ময়মনসিংহ : ১৩ এপ্রিল ২০২৩ , ৫:৫৫:৩০ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ জেলা শাখার কমিটির সিনিয়র সহ সভাপতি পদে উত্তম চক্রবর্তী রকেট কে মনোনীত করেছেন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, দপ্তর সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ নাঈমুল হাসান কে মনোনীত করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করেছেন। জানা যায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করার ময়মনসিংহবাসী উচ্ছাসিত। উল্লেখ্য – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের লড়াকু একজন সৈনিক উত্তম চক্রবর্তী রকেট। তিনি ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ভাবে গ্রহণযোগ্য ব্যক্তি । তার পুরো নাম উওম চক্রবর্তী রকেট, তিনি সাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক। পারিবারিক ভাবে তিনি রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী পরিবারের সন্তান। তিনি বাল্যকাল থেকেই পারিবারিক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়েই দেশ ও সমাজের মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা লাভ করেছেন। তিনি ৮ম শ্রেণিতে পড়াকালীন রাজপথের দ্যুতিময় অঙ্গনে হাতেখড়ি। সেই আদর্শেই তিনি ছাত্র জীবন থেকেই সততার সাথে তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, এরই ধারাবাহিকতায় তিনি সরকারী বাণিজ্যিক কলেজ ছাত্র সংসদ নির্বাচিত জি এস ( ১৯৯২-৯৩) ছিলেন ও নির্বাচিত ভি.পি (১৯৯৩-৯৪) ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক (১৯৯৪) ও ১৯৯৫ বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা সদস্য হয়েছিলেন। ১৯৯৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।সদস্য, আহ্বায়ক কমিটি (২০০১) বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা। সাধারণ সম্পাদক (১৭ নভেম্বর ২০১৫ – ২৭ জুন ২০২২ ) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ জেলা শাখা। যুগ্ম সাধারণ সম্পাদক (২০০৩) বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা। সদস্য, প্রস্তাবিত (২০০৮) বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ শহর। এছাড়াও তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের
    সদস্য। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদ। আজীবন সদস্য, ময়মনসিংহ রাইফেলস ক্লাব। উপদেষ্টা, বন্ধন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যুগ্ম সাধারণ সম্পাদক, কালীবাড়ী এ্যাথলেটিক ক্লাব। সামাজিক কার্যক্রম সাবেক প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ও প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চলন্তিকা ক্রীড়া চক্র। করোনা ভাইরাস কোভিট-১৯ মোকাবেলা অসহায়, ভাসমান,হতদরিদ্র দুস্ত পরিবারের মাঝে নেতা কর্মীদের নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ। বণ্যায় কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নিজে কৃষক ধান কেটে ঘরে ঘরে তুলেদেন উত্তম চক্রবর্তী রকেট। ১৯৯৩ ও১৯ ৯৪ সালে নির্বাচিত ছাত্র সংসদের ভিপি থাকাকালীন ছাত্রদল কর্তৃক মিছিলে হামলা ও হয়রানিমূলক মিথ্যা মামলা। ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য অসহযোগ আন্দোলনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে রাজপথের সম্মুখ যোদ্ধা হিসেবে পুলিশ কর্তৃক হয়রানী মূলক পদক্ষেপের শিকার। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মসূচী বাস্তবায়নই ছিল প্রধান লক্ষ্য। তৎকালীন সময়ে অপারেশন ক্লিনহার্টে পুলিশী নির্যাতন ও বিএনপি’র মিথ্যা মামলায় হয়রানির শিকার। ২০০৭ সালে ইয়াজ উদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছাত্রলীগ কর্তৃক বিএনপি অফিসে অগ্নিসংযোগ হওয়ায় ময়মনসিংহে প্রচণ্ড আন্দোলন স্বরূপ ভাংচুর ও অগ্নিসংযোগের দরুণ মামলা
    এবং নির্যাতনের শিকার। ওয়ান ইলেভেনের সময় ১ বছর কারাবরণ করেন। তিনি রাজনৈতিক পাশাপাশি সামাজিক ক্ষেত্রে জনপ্রিয় একজন মানবিক নেতা। পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত।
    রাজপথের ক্ষুদে কর্মী থেকে সম্মুখ যোদ্ধা উত্তম চক্রবর্তী রকেট জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মসূচী বাস্তবায়ন করতে চাই। বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই। এজন্য আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও আর্শীবাদ এবং সহযোগিতা কামনা করছি।

    আরও খবর

    Sponsered content