• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন-২৩ ইং এ সভাপতি হরজত আলী সম্পাদক সারোয়ার পিন্টু”

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৫:৩৭:৩১ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) উপজেলা সংবাদাতা

    ময়মসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার (২২ জুলাই) বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতি রেজি. নং ১৮০৮/৭৫, ১৯৬২-১৯৬৩ খ্রি.  ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ময়মনসিংহ এর কার্যকরি সংসদ নির্বাচন-২৩ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  সদরের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নিরবিচ্ছিন্নভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এর প্রায় ১৪ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ ইং অনুষ্ঠিত। একান্ন সদস্য বিশিষ্ট কার্যকরী সংসদ নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। শাপলা প্যানেলে
    মোঃ হরজত আলী-সারোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু-কাজী আলমগীর- আল আজাদ-মাহাবুব- জিরীন তাহিয়া এবং গোলাপ প্যানেলে  কামরুল- সারোয়ার-খোকা-আমিনুল-ইকবাল,
    রায়হান, নাছিমা- জাহানারা ও কাজী হাবিব পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন।ভোররাত ৪টা পর্যন্ত চলে গণনা। টানা ১২ ঘণ্টা ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ছোট রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলীকে সভাপতি পদে ও কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টুকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে হযরত-পিন্টু,কাজী-মাহবুব-জিরীন প্যানেল শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১ জনই পুরো প্যানেলকেই বিজয়ী ঘোষণা করেন। এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। শাপলা প্রতীকের ৫১ প্রার্থীই বিজয়ী হয়েছেন। এর আগে একই প্যানেলের সকল প্রার্থী কখনও বিজয় লাভ করেনি। এটি একটি ঐতিহাসিক বিজয়। এ বিজয় সকল শিক্ষকদের। এই বিজয় ন্যায় ও সত্যের। আমরা উপজেলার সকল শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকব।

     

    আরও খবর

    Sponsered content