• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    শিবগঞ্জ দেউলিতে ৫’শ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ির মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

      মোঃওমর ফারুক ভ্রামোমান প্রতিনিধিঃ ১৩ এপ্রিল ২০২৩ , ৮:১১:০০ প্রিন্ট সংস্করণ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামে প্রাসাদসম বাড়ির মালিক সাখাওয়াত হোসেন টুটুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ই এপ্রিল (রোববার) দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত কার্যালয়ে এই মামলা দায়ের করেন বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান। জ্ঞাত-আয়বহির্ভূত ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে মামলাটি হয়। জানা গেছে, সাখাওয়াত হোসেন টুটুল শিবগঞ্জ উপজেলা দেউলি গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে। তিনি এএইচজেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও ঢাকার ধানমন্ডিতে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, গাজীপুর টাটকা ফুড প্রডাক্ট ফ্যাক্টরি, গ্রামের বাড়িতে একটি ইটভাটা এবং একটি কোল্ডস্টোরেজ ছাড়াও শতাধিক বিঘা আবাদি জমির মালিক। এছাড়াও অনেক ব্যবসা রয়েছে তার। তিনি গ্রামে শ্বেতপাথর দিয়ে প্রাসাদসম বাড়ি নির্মাণ করেছেন। ২০০৬ সাল থেকে ১০ বছর ধরে এক একর জমিতে বাড়িটি নির্মাণে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে কথিত আছে। তবে সেই বাড়িতে কেউ বসবাস করে না। সাখাওয়াত হোসেন টুটুল সপরিবারে ঢাকায় থাকেন।এর আগে ২০১৮ সালে ঢাকার মতিঝিল থানায় রূপালী ব্যাংকের দিলকুশা শাখা থেকে ৯৩ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম একটি মামলা করেন। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কারাগারেও ছিলেন কিছু দিন। দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, ‘সাখাওয়াত হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হলে তিনি ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি তার সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণীতে দেখা যায়, তার স্থাবর-অস্থাবর মিলে সম্পদের পরিমাণ ১৮ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৮৩৭ টাকা। কিন্তু যাচাইকালে তার স্থাবর-অস্থাবরসহ মোট গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায় ৯ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৬৭ টাকার। এই হিসাবে সাখাওয়াত জ্ঞাত-আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ ভোগ-দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করায় দুদক আইন-২০০৪ সালের ২৭-এর (১) ধারায় সাখাওয়াত হোসেন টুটুলের বিরুদ্ধে মামলা করা হয়।

    আরও খবর

    Sponsered content