• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    চট্রগ্রাম সহ বিভিন্ন এলাকায় হঠাৎ কুয়াশা ছেয়ে ধূসর পরিস্থিতি বিরাজ

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৭:৪০:৫৫ প্রিন্ট সংস্করণ

    চট্রগ্রাম প্রতিনিধি আহমদ রেজা:-

    আজ ১২:২০ পর হয়তে হঠাৎ করে ধুলা মত হয়ে। ছেয়ে পরছে চট্রগ্রাম সহ বিভিন্ন অঞ্চল । এ নিয়ে জনসাধারণের বিড়ম্বনা বিরাজ করছে মনে। শাহ আমানত ব্রীজ পাড় হয়ে পরিবহনের যাতায়াতে অসুবিধা দেখা দিয়েছে কুয়াশায়।সামনে ঈদুল ফিতর কে ঘিরে কেনাকাটা নিয়ে ব্যস্ত শহর মুখী জন সাধারণ।এবার নিজ গৌনতব্যে পৌছাতে বিড়ম্বনা স্বীকার হয়ে পরিবহন যুগে বেকায়দায় পরছে বলেন জানান যাত্রীরা। কেন এমন হল বিভিন্ন প্রশ্ন তাদের মনে। হঠাৎ কুয়াশায় চলাচলের রাস্তায় কুয়াশাতে ভয়ঙ্কর পরিস্থিতি কারণে কিছুই দেখা যায়।আজ ২২ রমজান এ পরিস্থিতি হঠাৎ কুয়াশায় যাত্রী পরিবহনে অসুবিধায় পরছেন। আর এ কুয়াশা গুলো ধুলার মত হয়ে পুরা সড়কে ও বিভিন্ন অঞ্চলে ছেয়ে পরায় কিছুই দেখা যাচ্ছে না। যার কারনে যায়াতের ও দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।কোন বর্ষা বৃষ্টি ও আবহাওয়া সংকেত বিহীন পরিস্থিতি পরিবহন চালকরা বিবভ্রান্তী তে পরে। নিজ নিজ গৌনতব্যে পৌছানোর জন্য ধীরে ধীরে চালান বলেন পরিবহন চালক গফুর জানান।

    আরও খবর

    Sponsered content