• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পিছিয়ে থাকা জনপদে ফয়েজেন্নেছা নূরানী মাদ্রাসায় সহায়তা প্রয়োজন

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৬:৪৫:০৯ প্রিন্ট সংস্করণ

    হানিফ সাকিব,হাতিয়াঃ

    হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডভোকেট ফজলে আজিম তুহিন একক প্রতেষ্ঠায় সোনাদিয়া ৮ নং ওয়ার্ডে মত পিছিয়ে থাকা জনপদে গড়ে তুলেন ফয়েজেন্নেছা নূরানী মাদ্রাসা।তিনি একক প্রতেষ্ঠায় ভূমি ক্রয় করে মাদ্রাসা ঘর নির্মাণ করে চলেছেন।একক ব্যাক্তির উদ্যেগে বৃহদায় মাদ্রাসার ঘর নির্মাণ সম্পন্ন করা অসাধ্য হয়ে পড়েছে।কেন না ইতিপূর্বে ২০২২ সালের ২১ ই জানুয়ারিতে তিনি অত্র এলাকায় প্রতিষ্ঠিা করেন মৌলভী শফি উল্যাহ জামে মসজিদ। মসজিদ প্রতিষ্ঠার পর এলাকার কোমলবতি ছাত্রছাত্রীদের আধুনিক ও ধর্মীয় জ্ঞান প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয়তা অনুভব করেন। পরে এলাকা বাসীর অনুরোধে মাদ্রাসা করার মনস্থির করে মাদ্রাসা নির্মাণের কাজ শুধু করেন। সরেজমিনে গিয়ে দেখা গেলো মাদ্রাসা ঘরের বডমাত্র অবস্থায়। মাদ্রাসা খানা কে একটু খানি সহয়তা করা হলে মাদ্রাসা করের কাজ অনেকখানি এগিয়ে যাবে.এমন অবস্থায় সমাজের বৃত্তমাব সুহৃদয়বান মানুষের প্রতি উদাত্ত আহবান থাকবেন যারা পারেন নিজেরা অথবা অন্যদের মাধ্যমে অস্য সুহৃদয়বান মানুষেরা অর্থাৎ যারা সমাজে জনস্বার্থে মসজিদ মাদ্রাসা নির্মাণে সহয়তা করেন তাঁরা এগিয়ে আসতে। এ সংবাদটুকু পোঁছে দিতে দয়াবান হবেন। মাদ্রাসার নির্মাণ কাজে সহায়তা করতে যোগাযোগ করুন০১৭২০৬১০৯১৬ বিকাশ পার্সোনাল

    আরও খবর

    Sponsered content