• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফরিদপুরের ভাঙ্গায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বসত বাড়ি দখল মুক্ত করতে মানববন

      প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ১০:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :

    ফরিদপুরের ভাঙ্গায় মিথ্যা মামলা হামলা ও নামে বে নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও বসত বাড়ি দখল মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সাকাল ১০ টার সময় ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় মানববন্ধন শেষে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান মো. ফয়েজ শেখ। লিখিত বক্তব্যে মো. ফয়েজ শেখ বলেন আসরাফ হোসেন জিন্না, আক্তার উদ্দিন ইলিয়াস, তুহিন মিয়া, ও ফেরদৌসি বেগম গং আমার ও আমার পরিবারের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা, হামলা ও নামে বে নামে বিভিন্ন প্রতিষ্ঠানে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন। আমাদের বসত বাড়ির জমি নিয়ে এই প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ থাকায়েআমি ও আমার পরিবারের উপর হামলা, মামলাও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই প্রভাবশালী মহল আমার ও আমার পরিবারের উপর এই পর্যন্ত ৫ টি মিথ্য মামলা ও ১০ টি মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। এই প্রভাবশালী মহল আমার বসত বাড়ি ও পুকুরের ১২ শতক জমির ৪ শতক যবর দখল করে বসে আছে। আমাদের জমি ফেরত চাইলে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়ও আরো মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখায়।

    তিনি আরো বলেন, ভাঙ্গা থানার ৩৭ নং হাসামদিয়া মৌজার আর.এস দাগ নং ৪৬৭,৪৬৯,৪৭০ যাহার আর.এস খতিয়ান নং ২২৬, এস.এ দাগ নং ৪৬৭, ৪৬৯,৪৭০ যাহার এস.এ ২৪৮ বিএ.স দাগ নং ২৮৭৫, ২৮৮১ যাহার বি.এস দাগ নং ৭৯২ এই সব দাগের খতিয়ানে, ৩.৮২, ২.২২ মোট ৬.২ শতাংশ ক্রয় সুত্রে রেহানা ও আকলিমা মালিক হন। পৈত্রিক সুত্রে মালিক ৫.৫।

    আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সহ প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহীনির সহযোগিতা কামনা করছি।

    আরও খবর

    Sponsered content