• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    রাজশাহীতে টিবিপুকুর গণহত্যা দিবস পালিত

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৪:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী প্রতিনিধি:-

    রাজশাহীতে টিবিপুকুর গণহত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে টিবি পুকুর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য দেন- মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দিন মিন্টু প্রমুখ। এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফ, সদস্য আল-আমিন হোসেন, মো. টিটো, শহিদুজ্জামান সোহেল, মোজাম্মেল হক বাবু ও গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা রাজশাহী নগরীর টিবিপুকুর হাসপাতালে ঢুকে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাক বাহিনী নগরীর বিভিন্ন এলাকায় মুক্তিকামী জনগণের ওপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে। ওইদিন টিবি হাসপাতালে গিয়ে কর্মচারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পাক বাহিনীর সদস্যরা। গুলিতে হাসপাতালটির কর্মচারী আব্দুল বারি হাওলাদার, আব্দুল কাইউম ও মো. সেলিম নিহত হন। তারা বলেন, হত্যাকান্ডের পর দুদিন ধরে মরদেহ হাসপাতালের মেঝেতে পড়ে থাকে। দুদিন পর শহীদ আব্দুল বারি হাওলাদারের পরিবারের সদস্যরা শিতলাই এলাকায় অবস্থানের পর নগরীতে এসে তিনটি মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর স্বজনরা হাসপাতালের দরজার একটি পর্দার কাপড়ে তিনটি মরদেহ জড়িয়ে টিবি পুকুরের পাশে গণকবর দেন। ১৪ এপ্রিলের গুলিবর্ষণে বহু হতাহত হয়েছিল। পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায় নি। এ সময় তারা শহীদদের স্মৃতি রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বরোপ করে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content