• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    অভয়নগরে হতদরিদ্রের মাঝে ১৫ টাকা কেজি দরের চালের কার্ড বিতরণে দুই ডিলারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৬:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:-

    যশোরের অভয়নগর উপজেলার ২ নং সুন্দলী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে, সুলভ মুল্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরের ১২১০ টি কার্ড বিতরণ করতে গিয়ে, ২জন ডিলার কর্তৃক দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করার ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা গেছে, ওই ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ২০২৩ সালের নতুন ১২১০ টা কার্ড বিতরণ করা হয়। যে কার্ড ইসুকরার জন্য কার্ড প্রতি ৩০ টাকা করে অনিয়মতান্ত্রিক ভাবে আদায় করা হয়। তথ্য অনুসন্ধানে জানা গেছে ওই ইউনিয়ন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস কর্তৃক ২জন ডিলার নিয়োগ করা তারা হলেন, লিটন বিশ্বাস ও নির্মল মন্ডল। ওই ইউনিয়নে মোট হতদরিদ্র পরিবারের মাঝে ১৫টাকা দরের চাল বিতরণের জন্য উপজেলা কর্তৃক ১২১০ টি চালের কার্ড ইসু করা হয়। যে কার্ড ২০২২ সাল পযন্ত চাল বিতরণ করা হয়। ২০২৩ সালে সেই পুরাতন কার্ড বাতিল করে নতুন কার্ড দেওয়া হয়। নতুন কার্ড ইসু করতে ওই ডিলার ২জন কার্ড প্রতি ৩০ টাকা করে হতদরিদ্র পরিবারের কাছ থেকে আদায় করেন। সূত্রে আরো জানা গেছে ২জন ডিলারের ১২১০ টি কার্ডের একজন ডিলার ৬০৫ টি কার্ডের চাল বিতরণ করে। ওই ডিলার ২ জন যোগসাজশে১২১০+৩০ মোট ৩৬,৩০০ টাকা আত্মসাৎ করে। ওই টাকার কিছু অংশ ফুড অফিসারের পকেটে চলে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবারদের সব টাকা ফেরত দেওয়ার শর্তে ফুড অফিসার টাকা ফিরিয়ে দিলেও আজ পযন্ত গরীব অসহায় দরিদ্র মানুষদের কোনও টাকা ফেরত দেয়নি ওই দুর্নীতিবাজ ২জন ডিলার। ফলে বিষয়টি নিয়ে হতদরিদ্র পরিবার ও এলাকার সচেতন মানুষের মাঝে ব্যাপক ক্ষোপ বিরাজ করছে। একাধিক ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের দরিদ্রতার সুযোগে ওই ডিলার দুইজন আমাদের টাকা মেরে খেয়েছে, আমাদের সব টাকা ফেরত চাই। এবিষয়ে ২নং সুন্দলী ইউনিয়নের চাল বিতরণকারী ডিলার নির্মল মন্ডল কার্ড প্রতি ৩০টাকা গ্রহন করার কথা স্বীকার করে বলেন, আমরা কার্ডে নাম ঠিকানা লিখে দিয়েছি তাই ৩০ টাকা করে নিয়েছি তার জন্য সমস্যা হওয়ার তো কথা না। এবিষয়ে সন্দলী ইউনিয়নের আর এক ডিলার লিটন বিশ্বাস বলেন, আমরা ওই সময় ৩০ টাকা করে নিয়েছিলাম লোকজনকে দিয়ে কাজ করানো হয়েছিলো তাদের কিছু টাকা দিয়েছি এছাড়া আর কিছু বলতে পারবোনা। এবিষয়ে সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কপিলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। এব্যাপারে অভয়নগর উপজেলা ফুড অফিসার গোপাল চন্দ্র বলেন, ডিলার কর্তৃক কার্ড বাবদ টাকা নেওয়ার কোন আইন নেই, আর টাকা গ্রহনের বিষয়ে আমার কিছু জানা নেই, কোনও ডিলার যদি কার্ডের টাকা নিয়ে থাকে সে টাকা ফেরত দিতে হবে বিষয়টি আমি খোঁজ খবর নিব।

    আরও খবর

    Sponsered content