• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    পহেলা বৈশাখ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটের শালবন পাহাড়ে শ্রী রামচন্দ্রের পুজা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৫:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    বাবলু তন্তবায় দীপুর, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি ব্যাষ্ঠিত্ব অঞ্চল দেউন্দি – রঘুনন্দন চা বাগান শালবন রাম মন্দিরে শ্রীশ্রীরামচন্দ্রের পুজা উৎযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারেও আজ (১৫এপ্রিল) বাংলা নতুন বছর উপলক্ষে সকাল থেকে শঙ্খধ্বনি, উলুধ্বনি ঢাকের তালে তালে শ্রীরামচন্দ্রের পুজা অর্চনা, পুষ্পাঞ্জলি, অর্ঘ্যাদি নিবেদন করেন অত্র চা বাগানের চা শ্রমিক পরিবার সহ সন্তান সন্ততি, যুবক যুবতি, তরুন তরুনি সকলে আর উক্ত অনুষ্ঠানটি প্রতি বৎসর পহেলা বৈশাখে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই সাথে বিভিন্ন রকমের মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুজা অর্চণায় পৌরহিত্য করছেন অত্র চা বাগানের শ্রী বিষ্ণুপদ আচার্যর ছেলে শ্রী বিরাজ আচার্য। কমিটি হিসেবে রয়েছে দেউন্দি-রঘুনন্দন চা বাগানের যুবক তরুণ তরুণীরা। এ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে জানা যায় বিগত দুই শতাধিক বছর পূর্বে রামায়ণের রাম রাবণ যুদ্ধে লক্ষ্মণকে আহত করে রাবনের পুত্র ইন্দ্রজিৎ। লক্ষ্মণকে বাচাঁতে হনুমান ঔষধ না জানার কারনে গোটা পর্বত কে নিয়ে যায় রামের কাছে। বরং সেই পর্বত থেকে কিছু অংশ দেউন্দি- রঘুনন্দন চা বাগান শালবনের মাটিতে পরে। এ অংশ থেকে শালবন নামে পরিচিত লাভ করে। অত্র স্থানে সিলেট বিভাগের শতশত চা বাগান ও গ্রাম গঞ্জ থেকে আসা ভক্ত বিন্দু সহ উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলেন।

    আরও খবর

    Sponsered content