• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অবৈধ দখলদারদের কাছে জিম্মি হয়ে আছেন রোড এন্ড হাইওয়ের সরকারি জমি

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৯:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ জুয়েল খান, রিপোর্টার খুলনা বিভাগ

    বাগেরহাট জেলার কাটাখালী মোড় সংলগ্ন হাইওয়ে রোডের দুই পাশই অবৈধভাবে দখল করে আছেন বিভিন্ন দখল কারিরা। বিভিন্ন সময়ে রোড এন্ড হাইও এ সকল জমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে ও কোন ফলাফল হয়নি এক পাশ দিয়ে ভেঙে গেলে অন্য পাশ দিয়ে আবারও গড়ে ওঠে। এই সমস্ত অবৈধ দোকানপাট মহাসড়কের পাশে থাকার কারণে বেড়েছে মৃত্যুর ঝুঁকি। তারপরেও বন্ধ করা সম্ভব হচ্ছে না এদেরকে। কাটাখালি ঘিরে রোডের পাশ ঘেঁষে রয়েছে যেমন চায়ের দোকান,পল্টি মুরগির দোকান ,ছোটখাটো ভাতের হোটেলসহ বিভিন্ন আইটেমের দোকানপাট।এ সমস্ত দোকানপাট যে শুধু তাদের নিজেদের ক্ষতি করছেন তা নয় বিশেষ করে কয়েকটি পোল্ট্রি মুরগির দোকান রয়েছেন হাইওয়ে রোডের পাশে যেগুলির কারণে অনেক সময়ে মানুষ চলাচলের অসুবিধা ও হচ্ছে। একজন পথচারী জানান এই পোল্টি মুরগির দোকানের কারণে আমরা অনেক সময় রাস্তা দিয়ে গন্ধের কারণে হাঁটতে পারি না।এই চারপাশটা পোল্টির দোকানদারদের মাঝে রয়েছে একটি ভাতের হোটেল। আমরা পাঁচ মিনিট ভাতের হোটেলের ভিতরে গিয়ে বসলাম দেখলাম হাইও রোড ঘেঁষে যে সকল পোল্টি মুরগির দোকান রয়েছে আসলেই খুবই দুর্গন্ধ বেরোচ্ছে ।এই পল্টি মুরগির পিছনে রয়েছে ছোট্ট একটি নালার মত ও নালাতে ফেলানো হচ্ছে এই পোল্ট্রি মুরগির বিভিন্ন ময়লা ।যার কারনে দুর্গন্ধ কোথাও না গিয়ে সরাসরি বাতাসের সাথে মিশে যাচ্ছে ।এতে ক্ষতি হচ্ছে বিভিন্ন পথচারী ও পাশে থাকা দোকানদারদের। সবথেকে বড় ব্যাপার হলো যেখানে রোড এন্ড হাইও বারবার উচ্ছেদ অভিযান চালিয়ে ও রোড এন্ড হাইও জায়গা খালি করতে পারছেন না কেন। তা আসলে কারোরই জানা নেই সাধারণ জনগণ বলছেন এ সকল দোকানের উপর দিয়ে মাঝে মাঝে বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যা ইতিপূর্বে কয়েকবার ঘটেছে। তাই সাধারণ জনগণ বলছেন আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি যাহাতে বিশ্বরোডের পাশ ঘিরে এ সকল অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে দেয়া হয় সে ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন। কাটাখালি এমন একটি মোড় যেখানে মংলা, খুলনা, খুলনা, ঢাকা, গামি গাড়িগুলোর মূল পয়েন্ট। এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা এই ফুটপাতগুলো দখল করেই আছেন ।তাই এলাকার লোকজনের দাবি বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার আগে যদি এ সকল অবৈধ দোকানপাট ভেঙ্গে দিতো তাহলে ভালো হতো।পথচারী ও এলাকার লোকজনের জোর দাবি এ ধরনের দখল কারীদের দ্রুত উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করা হোক।

    আরও খবর

    Sponsered content