• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    শেরপুরে বুলবুল এয়ারগান সহ গ্রেপ্তার

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ২:১৭:০৫ প্রিন্ট সংস্করণ

    ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ

    শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া এলাকা থেকে ৬টি ভারতীয় এয়ারগান সহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল (৩০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও অপর ২ ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত যুবক জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের
    আব্দুল ওয়াহাবের ছেলে। পলাতক অপর দু’জন হলেন, ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া গ্রামের আবু তাহের ওরফে তাহেরুলের ছেলে সাইদুল ইসলাম (৩২) ও গিলাগাছা গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. মনির (২৫)। ১৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানা পুলিশ। ১৫ এপ্রিল শনিবার দুপুর ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান, গত ১০ এপ্রিল নালিতাবাড়ী থানার পোড়াগাও ইউনিয়নের বিট অফিসার এসআই মো. আঃ ছালাম গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারেন যে, একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্র চোরাকারবারী দল ভারতীয় তৈরি বেশ কিছু অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার অপতৎপরতা চালাইতেছে। বিষয়টি নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক আমাকে অবহিত করিলে আমি সতর্কতার সহিত প্রাপ্ত সংবাদের সঠিকতা যাচাই সহ উক্ত অস্ত্র চোরাকারবারীদের গতিবিধি সনাক্ত পূর্বক অবৈধ ভাবে ভারত হইতে নিয়ে আসা অস্ত্রের চালান আটক করতঃ চোরাকারবারীদের গ্রেফতারের নির্দেশ প্রদান করি। পরবর্তীতে নির্দেশনার প্রেক্ষিতে উক্ত এলাকায় চোরাকারবারীদের কার্যক্রম সংক্রান্তে গোপনে সংবাদ সংগ্রহের জন্য নালিতাবাড়ী থানার একটি টিম কাজ করিতে থাকে। এরই ধারাবাহিকতায় উক্ত ইউনিয়নের বিট অফিসার এসআই মো. আঃ ছালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত অবৈধ অস্ত্রের চালান চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের সীমানায় প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়ে গত ১৪ এপ্রিল শুক্রবার দিবাগত সন্ধ্যা সোয়া ৭টার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের উত্তর পার্শ্বে বারোমারী টু সমশ্চূড়াগামী লালটেঙ্গুর পাহাড়ের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় বাংলাদেশ ভারত সীমান্ত দিক হইতে একটি মোটর সাইকেল ও একটি অটো গাড়ী আসতে দেখিয়া তাহাদেরকে থামানোর সংকেত দিলে, সংকেত না মানিয়া মোটর সাইকেল চালক কর্তব্যরত পুলিশের উপর দ্রুত গতিতে মোটর সাইকেল উঠাইয়া দিয়া আহত করিয়া মোটর সাইকেল ফেলিয়া অন্ধকারে পাহাড়ের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে পিছনে আসা একটি অটো গাড়ীকে থামানোর জন্য সংকেত দিলে অটো গাড়ীর ড্রাইভার চলতি গাড়ী হইতে লাফ দিয়া দৌড়াইয়া পার্শ্ববর্তী পাহাড়ে অন্ধকারে পালাইয়া যায়। পরে পুলিশ দল অটো গাড়ীটি নিয়ন্ত্রনে নিয়া গাড়ীর পিছনে সিটে থাকা মাসুম বিল্লাহ ওরফে বুলবুলকে ভারত থেকে আনা ৬টি এয়ারগান সহ আটক করে। এসময় আটককৃত মাসুম বিল্লাহ ওরফে বুলবুল মোটর সাইকেল চালক ও অটো চালকের নাম পুলিশের কাছে প্রকাশ করে। পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান, গ্রেপ্তারকৃত আসামী সহ পলাতক অপর দুই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content