• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    শিবগঞ্জে নকলের দায়ে ১০ জন শিক্ষককে অব্যাহতি ও ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ৪:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ বাবুল হক,চাঁপাইনবাবগঞ্জ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি /সমমান পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষাবোর্ডের ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
    বৃহস্পতিবার দুপুর ২.০০ টার পরীক্ষায় ধাইনগর এন.টি.এম.কে আনক টিবিএম কলেজ (ভেন্যু: শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল) কেন্দ্রে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা-১ বিষয়ে নকল করার দায়ে তাদের বহিস্কার করা হয়। সেই সাথে কেন্দ্রের ৫ টি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে এই বছরের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
    উপজেলা নির্বাহ অফিসার আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড(ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে।
    এসময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিলেন তারা। এর পেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content