• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    বাগেরহাট  লাউডোপ খেয়াঘাট নামক স্থানে মালবাহী পরিবহনের দীর্ঘ সিরিয়াল

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৮:১১:২২ প্রিন্ট সংস্করণ

    মোঃ জুয়েল খান, বাগেরহাট জেলা প্রতিনিধ:-

    খুলনার চালনা থানাধীন বাজুয়া লাউডোপ এলাকায় তরমুজ চাষ হয় এই সময়ে এই তরমুজ দেশের বিভিন্ন অঞ্চলে মালবাহী পরিবহনগুলোতে যেয়ে থাকে কিন্তু এ বছরের দৃশ্যপট একটু ভিন্ন এ বছরে মংলা লাউডূপ খেয়া ঘাট কে ফেরিঘাটে রূপান্তর করাতে মালবাহী পরিবহনের দীর্ঘ সিরিয়াল অনেকেরই চোখে পড়ার মতো বিভিন্ন অঞ্চল থেকে আসা এই মালবাহী পরিবহন তরমুজ লোড করে বিভিন্ন অঞ্চলে চলে ফিরে যাবেন ফেরি ঘাটে এত পরিমান গাড়ির সিরিয়াল রয়েছে যে ৩ থেকে ৪/৫ দিন পর্যন্ত অনেক গাড়ি এখানে সিরিয়ালে রয়েছেন বলেন জানিয়েছেন ড্রাইভাররা এতে অনেক ড্রাইভার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে বলেও তারা জানান ড্রাইভাররা বলছেন এমন একটি ফাঁকা জায়গায় এই ফেরি ঘাটি করা এখানে না আছে খাবার জায়গা না আছে কোন থাকার জায়গা এতে আমাদের ভোগান্তির কোন শেষ নেই তারপরও সামনে ঈদকে মাথায় রেখে আমরা কষ্ট করে যাচ্ছি।

    আরও খবর

    Sponsered content