• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    লোহাগড়ার মোর্শেদা ক্লিনিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৩:১৫:৪১ প্রিন্ট সংস্করণ

    মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

    নড়াইলের লোহাগড়া উপজেলার মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে নোংরা পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    একইসঙ্গে সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।(২৪ জুলাই) সোমবার সকালে নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার লোহাগড়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নড়াইল জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় মোর্শেদা ক্লিনিকের স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে আলোর স্বল্পতা, যন্ত্রপাতি সঠিক প্রক্রিয়ায় জীবাণু মুক্ত না করাসহ নানাবিধ ত্রুটি ধরা পড়ে।তাই ক্লিনিকটিকে অর্থদণ্ডের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশ দেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, জনগণের চিকিৎসাসেবার মান নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা সিভিল সার্জন অফিসের ডা. শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সহায়তা করেন।

     

    আরও খবর

    Sponsered content