• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    নবাগত জেলা প্রশাসকের সাথে লোহাগড়ায় মতবিনিময় সভা

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৮:১৫:১১ প্রিন্ট সংস্করণ

    মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:-

    নড়াইলের লোহাগড়া উপজেলার সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত নড়াইল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

    লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।

    স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এর আগে উপজেলার সকল অংশীজনের সাথে পরিচিত হন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হেসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, লোহাগড়া থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠুানের প্রধানগন, শিক্ষার্থী, ইমাম, ব্যবসায়ী, এসময় লোহাগড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত সোমবার (৩ এপ্রিল) সকালে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে নড়াইলে দায়িত্ব গ্রহণ করেন।

     

    আরও খবর

    Sponsered content