• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পটিয়া সাতগাছিয়া দরবারে এএজিএস ট্রাস্ট   এর উদ্যেগে ৫ হাজার রোজাদারদের মাঝে সেহরি বিতরণ 

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৫:২৭:১৯ প্রিন্ট সংস্করণ

    সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়া:-

    চট্টগ্রামের পটিয়া ঐতিহ্যবাহী  সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ) প্রতিষ্ঠিত এএজিএস ট্রাস্ট  এর উদ্যেগে  চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৫ হাজার রোজাদারদের মাঝে সেহেরি বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার ট্রাস্টের চেয়ারম্যান ও দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ) এ সেহেরি বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন মৌলানা হাফেজ আহমদ আল কাদেরী, ফজল আহাম্মদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান,  আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তৈয়ব, সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার জসীম উদ্দিন,  আমান উল্লাহ আমিরী, সেনালী ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার সামশুর রহমান সুজন, কবির আহমেদ সপদাগর,মোঃ মামুন, , ইন্জিনিয়ার মো; ফারুক, মিজান, হেলাল, বায়েছ, লিটন, মোরশেদ প্রমুখ। চট্টগ্রাম সিটি সহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় এ সেহেরী পাঁচ হাজার মানুষের মাঝে  বিতরণ করা হয়। আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সূফি দরশন গবেষণা পরিষদ বাংলাদেশ ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের  সহযোগিতায় এই কর্মসূচী পালিত হয়।

     

    আরও খবর

    Sponsered content