• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    পবিত্র ঈদুল ফিতর কে সমনে রেখে যানজট নিরশে বিপরীত অবস্থা আনোয়ারা পিএবি সড়ক

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৫:০৭:৫১ প্রিন্ট সংস্করণ

    চট্রগ্রাম জেলা প্রতিনিধি, আহমদ রেজা:

    আজ ২৫ রমজান আগামীকাল শবে কদর কে সামনে রেখে। কেনাকাটায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন ক্রেতাসাধারণ। কিন্তু দেখা যায় সব সময় আনোয়ারা চাতুরী চৌমুহনী থেকে কাফকো সেন্টার ও বটতলী রুস্তম হাট বাজার অনিয়ম দীর্ঘ যানজট । ভীড় ও যানজটের নিয়ন্ত্রণ বিহীন হয়ে আছে। যদি ও বা সঠিক পর্যবেক্ষন অনিয়নম প্রশাসনের। সন্ধ্যায় ইফতারের পর মোড়ে গাড়ি চালকদের পাকিং ও অনিময়।অটো রিকশা সি এন জি জনসাধারণ দুর্ভোগের কারণ। সন্ধ্যায় পর চাতুরী চৌমুহনী পিএবি সড়কের উপর হকার,মাছের বাজার হয়ে উঠে এক অনিয়ম যে যে ভাবে পারে ব্যবসা খুলে বসছে সড়কের উপর এনিয়ে আনোয়ারা থানার ডিউটির এস আই মোঃ হাফিজ জানান এটা আমাদের কিছু করার নায়।কেন না ইউ এনও স্যারের দায়িত্বে বাজার কমিটিরা মিলে করছে বলে জানান। এভাবে চলে আসছে অনেক বছর ধরে কিন্ত আমরা চেষ্টা করছি। করছি নিরসনের। যার ফলে দিন দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে যাত্রী ও পথচারী।বিষয় টি ইউএনও স্যার মোবাইলকোর্ট মাধ্যমে নিরশনের সম্ভব বলেন।রাস্তার দুই পাশে হকার ও মনগড়া বাস সি এনজি পার্কিং এর কারনে বিভিন্নক্ষেত্র দেখা যায় যানজট প্রভাব।ডিউটিরত কনস্টেবল দের হয়রানির স্বীকার হতে হয়। বিভিন্ন সময় যদি বাজার ও পিএবি সড়কের সদস্যদের বিভিন্ন বহুমকি মুখে পরতে হয়। এ বিষয় উর্দ্ধতন প্রশাসন ইউএনও নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন জনসাধারণ।

    আরও খবর

    Sponsered content