• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দুপচাঁচিয়ায় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে না পাড়ায় বিক্ষুব্ধ ছাত্রদের হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ কাউসার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি

    আজ রোববার সকাল সাড়ে ৯টায় দুপচাঁচিয়া উপজেলায় ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে না পাড়ায় আটগ্রাম কালীবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের হাতে প্রধান শিক্ষক ময়েন উদ্দীন (৫৫) শারীরিক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।
    জানা গেছে, গত শনিবার থেকে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগমী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ রয়েছে। এই প্রতিযোগিতায় উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। কাগজপত্র ত্রæটির কারণে উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম কালীবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ খেলায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে। এই ঘটনার জের ধরে ঘটনার দিন গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় প্রধান শিক্ষক ময়েন উদ্দীন বিদ্যালয়ে আসলেই বিক্ষুব্ধ ছাত্ররা তাকে ঘোরাও করে এবং কোনো কিছু বুঝে উঠার পূর্বেই তার উপর চড়াও হয়ে তাকে কিল ঘুশি মারতে থাকে। প্রধান শিক্ষক দৌড়ে বিদ্যালয়ের শিক্ষকদের রুমে প্রবেশ করে। বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষককে ওই কক্ষে অবরুদ্ধ করে। খবর পেয়ে থানা এসআই এরশাদ আলী সঙ্গীয় একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নির্যাতনের শিকার প্রধান শিক্ষক ময়েন উদ্দীন জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ইন্ধনেই ছাত্ররা তার উপর পরিকল্পিত ভাবে এই হামলা করেছে। ছাত্ররা ছাড়াও বহিরাগতরা তার উপর হামলা করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী জানান, কাগজপত্রের ত্রæটির কারণে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এ খেলায় অংশ গ্রহণ থেকে বিরত রয়েছে। আগামীতে তারা এই খেলায় অংশগ্রহণ করতে পারবে। খেলায় অংশগ্রহণ করতে না পেরে আটগ্রাম কালীবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর ছাত্রদের চড়াও হওয়ার বিষয়টি দুঃখজনক। উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী জানান, বিষয়টি তিনি জেনেছেন। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content