• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    শ্রীমদভাগবত মহাপূরাণ গীতা পাঠ আলোচনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৩:৩৫:০৫ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ

    ওম তঁৎসৎ, ওম নমোঃ ভগবতে বাসুদেবায় নমোঃ বিশ্ব জীবের শান্তি মঙ্গল কামনার্থে সাত(৭) দিনের শ্রীমদভাগবদ শ্রী শ্রী ভাগবতীয় গীতা পাঠ সমাপ্তের ৭ম দিনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে চেয়ারম্যান ভানু লাল রায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ০৫ নং কালাপুর ইউনিয়ন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক খোকন পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মানিত সদস্য, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও র্দূঘটনা মুক্ত সড়ক বিনিমার্ণ “সেবক “সংগঠণ মৌলভীবাজার জেলা কমিটি সহ- সাংগাঠণিক সম্পাদক স্মরণ সিং, স্থানীয় যুব বিকাশ নায়েক,প্রকাশ রায়,বিধান মুন্ডা, সুমন রবিদাস,সুমন নায়েক,রবি বাউরীসহ প্রমূখ উপস্থিত ছিলেন। শ্রীমদ্ভাগবত মহাপূরাণ গীতা পাঠ পরিবেশনায় ছিলেন পন্ডিতজি শ্রী শ্রী রতন চৌবে( মৌলভী চা বাগান), কার্তিক বৈষ্ণব্য প্রভু ( ভাড়াউড়া চা বাগান), শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলা।

    মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ০৫ নং কালাপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত মাজদিহি চা বাগান ০৯ নং লাইন শ্রী শ্রী যতন কাহার নিজ বাড়ি শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চাবাগান নিবাসী পাঁচ শতাধিক গৌর ভক্তবৃন্দে আগমণ ঘটে। শ্রীমদ্ভাগবত মহাপূরাণ গীতা পাঠ শ্রবণ শেষে গৌর ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content