• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯ দিন

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৬:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    এস এম মনিরুজ্জামান, রংপুর ব্যুরো প্রধানঃ

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম টানা ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সীমান্তের সোনাহাট স্থল বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ২৯ এপ্রিল শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান কর্তৃক ১৫ এপ্রিল স্বাক্ষরিত পত্রে সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতিকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া সোনাহাট স্থলবন্দরের বিপরীতে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বন্ধ ঘোষণার বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content