• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বুড়িমারীতে ২০২৩ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৬:০৪:১৯ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সামাদ পাটগ্রাম উপজেলা প্রতিনিধি।

    মোবাইল ছাড়ো ক্রীড়া ধরো! শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করার লক্ষ্যে
    এডভান্স কোচিং সেন্টার (বুড়িমারী) কর্তৃক ২০২৩ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত করেন ।
    শুক্রবার ৮ ডিসেম্বর রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে প্রথম রাউন্ডের খেলা । উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল অংশ গ্রহণ করছেন ,শক্তিশালী দ্যা ফাইটার বনাম দ্যা গেম রকেট,

    দুই টিমের খেলোয়াড় বৃন্দরা হলেন দ্যা ফাইটার বনাম হয়ে খেলছেন (আহনাফ হাসান ও হাবিব ইসলাম ২ টিম হয়ে খেলছেন দ্যা গেম রকেট( সাকিব ও সিরাত। খেলার পরিচালনায় ছিলেন, এম আর মোরছালিন ও দুই লাইসমিনেরা হলেন (মোঃ সাকিল ইসলাম,ও মোঃ হাব্বিবুর ইসলাম।

    একসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম নিয়াজ নাহিদ সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে। মাহাবুবুর রহমান প্রামানিক সিল্টন পরিচালক এডভান্স কোচিং সেন্টার বুড়িমারী।ও মুনতাসীর রহমান সজীব ,পরিচালক এডভান্স কোচিং সেন্টার বুড়িমারী। সহ উপস্থিত ছিলেন মোঃরহিদ ইসলাম স্বেচ্ছাসেবী,মোঃ সৌরভ আলি স্বেচ্ছাসেবীরা । প্রধান অতিথি বক্তব্যে বলেন আমাদের সমাজে এখন অনেক মানুষ ক্রীড়া বা খেলা থেকে বঞ্চিত হচ্ছে এমনকি ফোনের অনেক খারাপ কিছুতে আসক্ত হয় তাই এইসব থেকে যেন সবাই দূরে থাকে , বিশেষ অতিথি সিল্টন বক্তব্যে বলেন আজকাল ছেলেদেরা সবাই মোবাইলে আসক্ত,তারা সবাই গেমে আসক্ত, আমরা সেই জগত থেকে বের হয়ে এসে, ক্রিড়া ধারণ করার চেষ্টা করব ।

     

    আরও খবর

    Sponsered content