• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    দলীয় মেয়র প্রার্থীকে ফুল দিয়ে বরন করে নিলেন বরিশাল আওয়ামীলীগের নেতাকর্মীরা

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ৬:০০:২৩ প্রিন্ট সংস্করণ

    জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান:-

    কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) কে বরণ করে নিলেন বরিশাল আওয়ামী লীগ। খোকন সেরনিয়াবাত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। পরে বিশাল গাড়িবহর নিয়ে বরিশাল নগরীতে প্রবেশ করেন তারা৷ এসময় দশটি স্পটে তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয়। দুপুর দেড়টায় নগরীর সদর রোডস্থ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দেন তিনিসহ দলীয় সিনিয়র নেতারা। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজালুল করীম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন ইনশাআল্লাহ আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হলে এই মুখ থুবরে পরা বরিশালকে শান্তির শহরে পরিনত করবো। আমি বেঁচে থাকতো কোন অন্যায়কে প্রশ্রয় দেবোনা, আপনারা আমার জন্য দোয়া করবেন।
    এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। এমন কোন কাজ করা যাবেনা যাতে দলের ক্ষতি হয়, সাধারণ মানুষের ক্ষতি হয়।

    আরও খবর

    Sponsered content