• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    সীমান্তে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী কে এই মোস্তফা‌ ও হাসেম এর খুটির জোর কোথায়?

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ১:৪৯:২৫ প্রিন্ট সংস্করণ

    সিলেট প্রতিনিধি:

    সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে নিরাপদে চিনি,বিড়ি, মদ, ইয়াবা, ফেন্সিডিল সহ নেশা জাতীয় দ্রব্য আর বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে দেশীয় গোল্ড সহ ইত্যাদি পণ্য সামগ্রী।

    এসবের নিয়ন্ত্রণ করছেন ‌, পূর্ব জাফলংয়ের গুচ্ছগ্রাম -র মোস্তফা ও নতুন বাজার এলাকার হাসেম , রাতের আঁধারে ভারতীয় নিষিদ্ধ পণ্য নিজ গুডাউন ঘরে স্টক করেন ভোর রাতে ও দিনের বেলায় সিএনজি ডি আই পিক আপ গাড়ি দিয়ে রাধানগর বাজারে‌ নেওয়া হচ্ছে ঐ খান‌ থেকে সিলেট সহ ও বিভিন্ন স্থানে পৌঁছে দেন। মোস্তফা ও হাসেম।

    মোস্তফা ও হাসেম এর দাপটের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না কোন কিছুর তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের চুরাই চালান নিয়ন্ত্রণ করেন ।

    গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার গুচ্ছগ্রাম লালমাটি ‌‌এ এলাকা দিয়ে বানের মতো আসছে ভারতীয় চিনি,বিড়ি, কসমেটিক্স, শাড়ি লুঙ্গি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য । নীরব ভূমিকায় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি লাইন ম্যানেজ করে, নতুন বাজার এলাকার হাসেম এর মাধ্যমে।

    ভারতের ব্যবসা করছেন বলে জানান ব্যবসীরা, সন্ধ্যার পর হতে মামার বাজার হয়ে জাফলং বাজার দিয়ে নিরবে এসব পাচার করা হয়। রাধানগর বাজার থেকে এলাকায় প্রাইভেট কার সিএনজি লেগুনা পিকআপ লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। ‌

    এ বিষয়ে জানতে মোস্তফার মোঠুফোনে ফোন দিলে জানান আমি এইসব ব্যবসা করছি তাতে আপনাদের সমস্যা কি, আপনারা যা করার করতে থাকেন এতে আমার কোন সমস্যা নাই, মোস্তফা আরো বলেন আমি লাইনম্যান প্রশাসনকে ম্যানেজ করে এসব ব্যবসা করতেছি ।

    গোয়ানঘাট থানা ইনচার্জ কে এম নজরুল ইসলাম‌ এর মোঠুফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

    আরও খবর

    Sponsered content