• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিনোদন

    ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণা মুখরিত ঐতিহাসিক মহারাজা দীঘি –

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৬:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

    পঞ্চগড় প্রতিনিধি মোঃ আল মামুন,

    পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নেরর ভিতরগড়ও সোনার বান মৌজার প্রায় পার সহ ৫৩.৭৯ একর জমিতে মহারাজার দীঘিটি অবস্থিত।মহারাজা দীঘিটি ভারতের সিমান্ত ঘেষা। জেলা শহর থেকে ১৪ কিমি দূরে অবস্থিত। কয়েক ‘শ বছরের পুরনো এই দীঘিটির নৌসর্গিক সৌন্দর্যের লীলাভুমড চোখের মতো। এটি ছিল জল্পেশ্বর রাজার রাজধানী। ” কামরূপ বুরুন্জিতে” রাজা জলেশ্বর কে বলা হয়েছে পৃথু রাজা হিসেবে। মহারাজা দীঘি থেকে প্রায় ১৩৫ মিটার দুরে উক্ত রাজবাড়ি ছিল বলে ধারণা করা হয়। ধারণা করা হয় পৃথু রাজা এটি খনন করেন। কথিত আছে রাজা পরিবার পরিজন ও ধনরত্ন সহ কচীক নামক এক নিম্ন শ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্ম নাশের ভয়ে আত্নহনন করেন। প্রতি বছর নববর্ষে এখান মেলা বসে এবং দুই ঈদে দরর্শনার্থীদের পদাচারণায় মুখরিত হয়ে উঠে। এই বিশাল দীঘির চারপাশে রয়েছে অনেক প্রজাতির গাছপালা। দীঘির পারে গেলে উপভোগ করা যায় পাখির কলতান, গাছগাছালির সবুজ কারুকার্য, স্নিগ্ধ শান্ত পরিবেশ যা এখনো সবার কাছে বিরল মনে হয়।

    আরও খবর

    Sponsered content